ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টিসিএস আমস্টারডাম ম্যারাথনে অংশ নিচ্ছেন ইমামুর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
টিসিএস আমস্টারডাম ম্যারাথনে অংশ নিচ্ছেন ইমামুর

ঢাকা :  আগামী রোববার (২০ অক্টোবর) অনুষ্ঠেয় টিসিএস আমস্টারডাম ম্যারাথনে অংশ নিচ্ছেন বাংলাদেশের আল্ট্রা ডিসটেন্স রানার ইমামুর রহমান।

গ্লাভ কিলে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণ করবেন সাড়ে ২২ হাজারের মতো রানার।

ইমামুর বলেন, ‘টিসিএস আমস্টারডাম ম্যারাথন একটি মর্যাদাপূর্ণ ম্যারাথন। অনেক দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ধরনের ম্যারাথনের মঞ্চে আমার দেশকে প্রতিনিধিত্ব করার এটি দুর্দান্ত সুযোগ। বিদেশের মাটিতে দেশের পতাকা উত্তোলন করতে পারাটা সত্যিই গর্বের বিষয়। ’

গত বছর ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল এবং পর্তুগাল সুপার হাফ সিরিজ শেষ করার পর, ইমামুর এ বছর বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন, ফুকেট ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, উদনপিট রান এবং পাতায়া ম্যারাথন সম্পন্ন করেন।

ভবিষ্যতে আরও আল্ট্রা এবং আল্ট্রা ট্রেইল ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত হচ্ছেন এ তরুণ।

টিএ/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।