ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্জেন্টিনা- ব্রাজিল নিয়মিত প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০
আর্জেন্টিনা- ব্রাজিল নিয়মিত প্রীতি ম্যাচ

ঢাকা: লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এখন থেকে নিয়মিত নিজেদের মধ্যে প্রীতি ম্যাচে খেলবে। বছরে দুইবার একে অন্যের মুখোমুখি হবে।

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুইবার করে অলিম্পিক ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। তাদের জন্য এই সুখবর দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি হুলিও গ্রন্দোনা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রেসিডেন্ট রিকার্দো তেজেইরা।

শুক্রবার আর্জেন্টিনায় এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন গ্রন্দোনা ও তেজেইরা। ম্যাচের সময়সূচির ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও একে অন্যের মাঠে একটি করে ম্যাচ খেলবে।

যেখানে শুধু দেশ দুটির ঘরোয়া লিগের ফুটবলাররা অংশ নেবেন।
এই দুই ফুটবল পরাশক্তির লড়াই ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বাড়তি আগ্রহের সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
২০১০ বিশ্বকাপের কোয়র্টার ফাইনাল থেকেই বিদায় নেয় কোচ দুঙ্গা ও ম্যারাডোনার দল।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।