ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

লড়াইয়ে ফিরেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

ঢাকা: লর্ডস টেস্টে প্রথম ইনিংসের ব্যর্থতা সামলে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। বুধবার দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়েছে তারা।



দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে অসিদের সংগ্রহ ১০০ রান। এরপরেও পাকিস্তানের চেয়ে ২০৫ রানে এগিয়ে রিকিং পন্টিংয়ের দল। হাতে আরো ছয় উইকেট।

৪৯ রানে ব্যাট করছেন সাইমন ক্যাটিচ। সঙ্গে রয়েছেন মিশেল জনসন (২)।

দ্বিতীয়বার ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খারাপ করেনি অসিরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও সাইমন ক্যাটিচ প্রথম উইকেট জুটিতে ৬১ রান সংগ্রহ করেন। কিন্তু উমর গুল ও মোহাম্মদ আসিফের বোলিং নৈপূণ্যে ৯৭ রানে যেতেই চার উইকেট হারায় অস্ট্রেলিয়া।

পতন হওয়া উইকেটের মধ্যে ওয়াটসন ৩১ ও কার্ক ১২ রান করেন। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন পন্টিং ও হাসি।

উমর গুল ৭ রানে ও মোহাম্মদ আসিফ ৩০ রানে দুটি করে উইকেট নেন।

এর আগে শেন ওয়াটসনের মারাত্বক বোলিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪৮ রানে। সালমান বাট সর্বোচ্চ ৬৩ রান করেন।


ওয়াটসন ৪০ রানে নেন পাঁচ উইকেট।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২৫৩ রান।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, জুলাই ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।