ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিদায় নিলেন এমিলি হেস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০
বিদায় নিলেন এমিলি হেস্কি

লন্ডন: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরমেন্সের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের স্ট্রাইকার এমিলি হেস্কি।

বৃহস্পতিবার অবসর গ্রহণের এ ঘোষণা দেন তিনি।



৩২ বয়সী অ্যাস্টন ভিলার তারকা খেলোয়াড় হেস্কি বলেন,“জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ”

বলেন,“আমি দলের সার্বিক মঙ্গল কামনা করি। ”

ইংল্যান্ডের হয়ে ৬২টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর গোলের সংখ্যা সাত। ১৯৯৯ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই ফরোয়ার্ডের।

এছাড়া ২০০০ ও ২০০২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলার পাশাপাশি ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপেও অংশ নেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘন্টা, জুলাই ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।