ঢাকা: কোপা দেল রে’র ম্যাচে মাঠে নামছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সার প্রতিপক্ষ হিসেবে আতিথ্য গ্রহন করবে এলচে।
কোপা দেল রে’র শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩ টায়।
এনরিকের ১৮ সদস্যের দলে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, ব্রাজিল অধিনায়ক নেইমার, উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। দল ঘোষণার শেষ সময়ে বাদ পড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার জায়গায় দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ফুটবলার জাভি।
নতুন বছরে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে লুইস এনরিকের ছাত্ররা। কাতালান দলটি জরদি আলবার আত্মঘাতী গোলে জয় বঞ্চিত হয়।
কোপা দেল রে’র আসরে ৫০ বছর পর মুখোমুখি হচ্ছে বার্সা আর এলচে। গত দুই লেগের দেখায় ৩-০ এগ্রিগেটে জয় পেয়েছিল বার্সা। আর গেল পাঁচবারের দেখায় কাতালানরা জিতেছিল চার ম্যাচে। বাকি ম্যাচটি জিতে নেয় এলচে। তবে, লা লিগার নতুন মৌসুমে মেসিরা প্রথম ম্যাচে এলচেকে ৩-০ গোলে হারিয়েছিল।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৫