ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লা লিগায় সিমিওনের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
লা লিগায় সিমিওনের লক্ষ্য দিয়েগো সিমিওন

ঢাকা: লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের এবারের লক্ষ্য হলো পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান। তবে, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামে বলে জানালেন দলটির কোচ দিয়েগো সিমিওন।



লা লিগার সর্বশেষ ম্যাচে ক্যাম্প ন্যুতে আরেক স্প্যানিস জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাতলেতিকো। সে ম্যাচে সিমিওনের শিষ্যরা ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। তবে, তার আগে কোপা দেল রে’র ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল সিমিওনের ছাত্ররা।

গত মৌসুমের রানার্সআপরা এবারেও ফেভারিট হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বলে জানান সিমিওন। তিনি বলেন, গত মৌসুমের কথা অবশ্যই আমরা ভুলে যেতে চাই। এ মৌসুম নিয়েই আমরা বেশি ভাবতে চাই।

আর্জেন্টাইন সাবেক অধিনায়ক সিমিওন আরো জানান, এবারে লা লিগায় আমাদের লক্ষ্য তৃতীয় স্থানটি নিশ্চিত করা। তবে, শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। দলের সকল ফুটবলাররা নিজেদের খেলায় উন্নতি করছে।

এ বছরের শুরুতে অ্যাতলেতিকো ফার্নান্দো তোরেসের মতো তারকাকে ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ করে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন লেভারকুজেনের বিপক্ষে মাঠে নামবে সিমিওন শিষ্যরা। এছাড়া লা লিগার পরের ম্যাচে ১৮ জানুয়ারি ঘরের মাঠে গ্রানাদার বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।