ঢাকা: কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পেরু। ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে দলটি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভেনেজুয়েলা। রোনদোনের একমাত্র গোলে কলম্বিয়াকে হারায় তারা। আর প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরেছিল পেরু।
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল আদায় করে নিতে পারেনি কোনো দল। ২৯ মিনিটের মাথায় দশ জনের দলে পরিণত হয় ভেনেজুয়েলা। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আমোরেবিয়েতা। তবে, একজন কম নিয়ে খেলেও পেরুকে আটকে রেখেছিল ভেনেজুয়েলা।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে বায়ার্ন মিউনিখের ৩৬ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার পিজারোর গোলে লিড নেয় পেরু। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এ জয়ের পর গ্রুপ ‘সি’তে পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছে পেরু। দুইয়ে অবস্থান করছে ব্রাজিল। তিন ও চারে রয়েছে ভেনেজুয়েলা আর কলম্বিয়া। প্রতিটি দলেরই সমান তিন পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৯ জুন ২০১৫
এমআর