ঢাকা: কোপা আমেরিকায় জয়-পরাজয়ের চেয়ে এখন একটি বিষয়ই সবার আলোচনা-সমালোচনায়। ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচে নেইমারের ‘লাল কার্ড’ কাণ্ড এখন সবার মুখে মুখে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ শেষে কলম্বিয়ার খেলোয়াড়দের সঙ্গে অকারণে বিবাদে জড়িয়ে লাল কার্ড পান নেইমার। এর আগে রেফারির শেষ বাঁশি বাজার পরও তিনি মাঠে ক্ষোভ প্রকাশ করেন এবং বলে লাথি মারলে তা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে আঘাত করে।
এর আগে পেরুর বিপক্ষে ম্যাচে রেফারির দেওয়া ভ্যানিসিং স্প্রে তুলে ফেলায় হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে আরেকবার হলুদ কার্ড দেখেন তিনি। পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার।
আর দ্বিতীয় ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলের এ তারকা। তিন ম্যাচ নিষিদ্ধ হলে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছাড়া নেইমারের খেলার সম্ভাবনা থাকবে না।
আগামী সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে নেইমার বিহীন ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১৯ জুন ২০১৫
এমআর