ঢাকা: কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। তবে, নেইমারকে ছাড়াই দলের সবাইকে প্রস্তুত হতে বলেছেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা।
গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। রেফারি শেষ বাঁশি বাজানোর পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কাকেও লাল কার্ড দেখান রেফারি।
এক সাক্ষাৎকারে দুঙ্গা বলেন, ‘পরবর্তী ম্যাচের অপেক্ষায় আছি। নেইমারবিহীন ম্যাচ খেলে ব্রাজিলকে শিক্ষা নিতে হবে। এর আগে তাকে ছাড়াই আমরা মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে জয়লাভ করেছি। এবারও তাকে ছাড়া খেলার জন্য আমরা প্রস্তুত। দলের সবাইকে এর জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। ’
এদিকে, নেইমারের নিষেধাজ্ঞা এক থেকে দুই বা তিন ম্যাচে গিয়ে ঠেকতে পারে। শুক্রবার (১৯ জুন) কোপা আমেরিকার ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, রোববার (২১ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায়।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএম