ঢাকা: শৈশবের ক্লাব বোকা জুনিয়রসে ফেরার ইঙ্গিত দেওয়ার পর থেকেই কার্লোস তেভেজের শূণ্যস্থান পূরণে দৃষ্টি রাখে জুভেন্টাস। অবশেষে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মান্দজুকিচকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
তবে, শেষ পর্যন্ত যদি তেভেজ ক্লাব ছাড়ে সেক্ষেত্রে কি মান্দজুকিচ তার অভাবটা পূরণ করতে পারবেন? ফুটবল বোদ্ধারা মনে করেন, জুভেন্টাসে তেভেজের শূণ্যস্থান অপূরণীয়। ২২ জুন (সোমবার) মান্দজুকিচের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়েই সাবেক বায়ার্ন মিউনিখ তারকার অ্যাতলেতিকো অধ্যায় শেষ হবে।
ইতোমধ্যেই পালোর্মো থেকে আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার পাওলো দিবালা ও রিয়াল মাদ্রিদ থেকে জার্মান মিডফিল্ডার সামি খেদিরাকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস।
অন্যদিকে, ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, পাঁচ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বোকা জুনিয়রসে যোগ দিতে রাজি হয়েছেন তেভেজ। এই আর্জেন্টাইন তারকা ২০১৪-১৫ মৌসুমে জুভেন্টাসকে এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে অনবদ্য ভূমিকা রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএম