ঢাকা: কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেইমারবিহীন ব্রাজিল ভেনেজুলার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে চিলিতে অনুষ্ঠিত এ আসরে সেলেকাওদের হয়ে আগামী ম্যাচগুলোতেও থাকতে পারছেন না দলের নিয়মিত অধিনায়ক নেইমার।
গত বুধবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে পরাজয়ের পর কলম্বিয়ান ফুটবলার জেইসন মুরিলোকে বল দিয়ে আঘাত করায় আর অহেতুক প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ানোয় রেফারি লাল কার্ড দেখান নেইমারকে। পরে বার্সেলোনার এ তারকাকে ব্রাজিলের হয়ে পরবর্তী চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এদিকে ব্রাজিল ফুটবলাররা অবশ্য নেইমারকে নির্দোষ বলেই দাবী করছেন। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিষেধাজ্ঞার ব্যাপারে কোন আপিল না করলে ২৩ বছরের এ তারকাকে চিলি আসরের বাইরে থাকতে হচ্ছে।
সিবিএফ এর এক বিবৃতিতে বলা হয়, ‘রোববার রাতে নেইমার ও ব্রাজিল কোচিং স্টাফদের সঙ্গে একটি সভা হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সিবিএফ নেইমারের চার ম্যাচ নিষেধাজ্ঞার ব্যাপারে কোন আপিল করবে না। যার কারণে কোপা আমেরিকার বাকি ম্যাচ আর খেলা হচ্ছে না নেইমারের। ’
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমএমএস