ঢাকা: কোপা আমেরিকার চলতি আসরে বড় জয় নিয়ে পরের রাউন্ডে উঠেছে স্বাগতিক চিলি। গ্রুপ ‘এ’র ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যালেক্সিজ সানচেজের দল।
স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন আরানগুয়েজ। এছাড়া সানচেজ ও মেডেলও একটি করে গোল করেছেন। বাকি গোলটি আত্মঘাতি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভিদাল আর ভারগাসের গোলে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ৪৪তম আসর শুরু করে চিলি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিদালের জোড়া গোল আর ভারগাসের একটি গোলেও জয় পায়নি ম্বাগতিকরা। মেক্সিকোর বিপক্ষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আয়োজক দেশটি।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথম থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে চিলি। তৃতীয় মিনিটের মাথায় ভারগাসের অ্যাসিস্ট থেকে আরানগুয়েজ গোল করেন। ২৬ বছর বয়সী চিলিয়ান এ তারকা ম্যাচের ৬৬ মিনিটে আরেকটি গোল করেন।
প্রথমার্ধের ৩৭তম মিনিটে সানচেজের গোলে ব্যবধান দ্বিগুন করে চিলি। ৭৯ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মেডেল। আর ৮৬ মিনিটে বলিভিয়ার রালদেসের ভুলে আত্মঘাতি গোল হলে ৫-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এ ম্যাচের পর গ্রুপ ‘এ’ তে তিন ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে চিলি। সমান ম্যাচ খেলে বলিভিয়ার পয়েন্ট ৪, ইকুয়েডরের ৩ আর মেক্সিকোর ২।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এমআর