ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারের নিষেধাজ্ঞায় ‘ক্ষতিগ্রস্থ’ কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১৫
নেইমারের নিষেধাজ্ঞায় ‘ক্ষতিগ্রস্থ’ কোপা আমেরিকা ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে ইতোমধ্যে কোপা আমেরিকার আসরে ব্রাজিল দল থেকে ছিটকে পড়েছেন নেইমার। আর বার্সেলোনা তারকার এ আসরে না থাকাকে ব্রাজিল ছাড়াও পুরো আসরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেলেকাও কোচ কার্লোস দুঙ্গা।



আজরাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই দুঙ্গার শিষ্যদের। কিন্তু সেলেকাওরা দলের অধিনায়ক ও সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামবে।

গত বুধবার কলম্বিয়ার বিপক্ষে খেলা শেষে ব্রাজিল ১-০ ব্যবধানে হারে। সে ম্যাচে খেলা শেষে বল দিয়ে বিপক্ষ ফুটবলার জেইসন মুরিলোকে আঘাত করলে রেফারি তাকে লালকার্ড দেখান। পরে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় হয় সাবেক সান্তোস তারকাকে।

এক সাক্ষাতকারে দুঙ্গা বলেন, ‘নেইমার ফুটবলের জন্য অনেক বড় একটি বিজ্ঞাপন। তার আগমণও একটি আসরের জন্য ‍অনেক কিছু। যারা ফুটবল পছন্দ করে সবাই মাঠে নেইমারকে দেখতে চায়। যেমনটি চায় লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও অ্যালেক্সিস সানচেজকে। সুতরাং তার অনুপুস্থিতি এ আসরকে ক্ষতিগ্রস্থ করবে। ’

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।