ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু

দিনাজপুর: বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪১তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য দিনাজপুরে বাছাইপর্ব শুরু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলহাট স্টেডিয়ামের ইনডোরে এ বাছাইপর্ব শুরু হয়।



এর উদ্বোধন করেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দাবা উপ-কমিটির আহ্বায়ক জিনাত আরা চৌধুরী মিলি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, সহ সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী সদস্য অরুন সরকার প্রমুখ।

বাছাইপর্বে দু’টি গ্রুপে মোট ১৬ জন দাবারু অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।