ঢাকা: কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এ ম্যাচ জিততেই হবে সেলেকাওদের।
গত বুধবার কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলে হারের ম্যাচে রেফারি কতৃক লাল কার্ড দেখেছিলেন দলটির অধিনায়ক নেইমার। পরে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান এ বার্সেলোনা স্ট্রাইকার।
গত ১২ মাসে এ নিয়ে দু’বার নেইমার ছাড়া ব্রাজিল মাঠে নামছে। এর আগে গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। পরে তার অনুপুস্থিতে সেমিফাইনালে সেলেকাওরা জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল।
এদিকে শেষ আটের লড়াইয়ে যেতে হলে দুঙ্গার শিষ্যদের এ ম্যাচে জিততেই হবে। সি গ্রুপে ব্রাজিলের সঙ্গে পেরু, ভেনেজুয়েলা ও কলম্বিয়া প্রত্যেকেই নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরে তিন পয়েন্ট অর্জন করেছে। সুতরাং হার বা ড্রই আসর থেকে ছিটকে দিতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
নেইমারের বদলে এ ম্যাচে শুরুর একাদশে নামতে পারেন লিভারপুল তারকা ফিলিপ কোতিনহো। ম্যাচ খেলা প্রসঙ্গে কোতিনহো বলেন, ‘নেইমার আমাদের মূল তারকা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে আমি খেলতে প্রস্তুত। ’
ব্রাজিল সর্বশেষ নিজেদের পাঁচ ম্যাচের মাত্র একটিতে হেরেছে। বাকি সবকটি ম্যাচে জয় পেয়েছে দুঙ্গার শিষ্যরা। তবে ভেনেজুয়েলা তিন ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে দুটিতে।
দু’দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য ব্রাজিলই সবদিকে এগিয়ে। এখন পর্যন্ত ২১বারের সাক্ষাতে ১৮বারই জিতেছে সেলেকাওরা। একটি ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এমএমএস