ঢাকা: চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের জন্য দু:খ প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দু’জন একই ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন বলেই হয়তো অন্যদের তুলনায় মেসির কষ্টটা একটু বেশিই।
নিষেধাজ্ঞার কারণে নেইমারের কোপা আমেরিকাই শেষ হয়ে গেছে। আপিল করলে শাস্তির মাত্রাটা তিন ম্যাচে নেমে আসতে পারে। সেক্ষেত্রে ব্রাজিল যদি ফাইনালে উঠে তবেই সেলেকাওদের হয়ে নেইমার মাঠে নামতে পারবেন।
অন্যদিকে, গ্রুপ ‘বি’র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ (রোববার) রাতের ম্যাচে নেইমারবিহীন ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমারের ব্যাপারে আমি সরাসরি কোনো মন্তব্য করতে চাই না। সে আমার বন্ধু। তার শাস্তির জন্য আমি দু:খ প্রকাশ করছি। কোপা আমেরিকায় সে আর অংশ নিতে পারবে না ভেবে খুবই খারাপ লাগছে। ’
আর্জেন্টাইন অধিনায়ক উল্লেখ করেন, ‘নেইমার ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে মাঠে থাকুক এটাই তারা সবসময় চায়। ’
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আরএম