ঢাকা: কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে থিয়েগো সিলভার গোলে এগিয়ে আছে ব্রাজিল। খেলার নয় মিনিটের মাথায় রবিনহোর পাঠানো অসাধারণ এক কর্নারে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন সিলভা।
খেলার প্রথমার্ধ বিশ্লেষণ করে দেখা গেছে, গোলবার লক্ষ্য করে ব্রাজিল শট করেছে নয়টি এবং ভেনেজুয়েলা করেছে তিনটি। বল লড়াইয়ের দখলে ব্রাজিলের কাছে ছিল ৫৭ শতাংশ এবং প্রতিপক্ষের দখলে ৪৩ শতাংশ বল। তবে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল গোল করার।
ভেনেজুয়েলার রোনাল্ড ভারগাস খেলার একেবারে শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখেন।
কোয়ার্টার ফাইনালে যেতে হলে এ ম্যাচ জেতার বিকল্প নেই সেলেকাওদের।
ব্রাজিল সর্বশেষ নিজেদের পাঁচ ম্যাচের মাত্র একটিতে হেরেছে। বাকি সবকটি ম্যাচে জয় পেয়েছে দুঙ্গার শিষ্যরা। তবে ভেনেজুয়েলা তিন ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে দুটিতে।
দু’দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য ব্রাজিলই সবদিকে এগিয়ে। এখন পর্যন্ত ২১ বারের সাক্ষাতে ১৮ বারই জিতেছে ব্রাজিল। একটি ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
কেএইচ
** সিলভার গোলে এগিয়ে ব্রাজিল
** বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিল
** কোয়ার্টারে উঠতে জয়ের বিকল্প নেই ব্রাজিলের