ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোয়ার্টারে পেরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোয়ার্টারে পেরু ছবি : সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার চলতি আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেরু। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে শেষ আটের টিকিট করে নেয় পেরু।



ম্যাচের শুরুতে হোসে পেকারম্যানের কলম্বিয়ার হয়ে মাঠে নামেন অসপিনা, মুরিলো, ভ্যালেন্সিয়া, কুয়াদরাদো, জেমস রদ্রিগেজ, রাদামেল ফ্যালকাওদের মতো তারকারা। অপরদিকে পেরুর হয়ে শুরুর একাদশে ছিলেন ভারগাস, কিউবা, পিজারোর মতো তারকারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নিতে পারত কলম্বিয়া। রদ্রিগেজের দারুণ পাস থেকে শট নিয়েছিলেন ফ্যালকাও। তবে, পেরুর গোলরক্ষক গ্যালেসের দারুণ দক্ষতায় গোল বঞ্চিত হয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে দুইবার দলকে রক্ষা করেন গ্যালাসে। পুরো ম্যাচে ভালো খেলেও কোনো গোলের দেখা মেলেনি কলম্বিয়ার।

কোপা আমেরিকার আসরে ১৪ বারের দেখায় কলম্বিয়া পেরুর বিপক্ষে মাত্র দুইবার জয় পেয়েছে। ৫টি ম্যাচে ড্রয়ের পাশাপাশি কলম্বিয়ানরা হেরেছে ৭টি ম্যাচে।

তিন ম্যাচ শেষে গ্রুপ ‘সি’তে থাকা পেরুর পয়েন্ট ৪, কলম্বিয়ার পয়েন্টও সমান ৪।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।