ঢাকা: প্রশান্তির দীর্ঘ নিশ্বাস এখন ছাড়তেই পারে ব্রাজিল। বুধবার কলম্বিয়ার কাছে হেরে ভীষণ চাপে পড়ে দলটি।
অন্যদিকে প্রতিপক্ষ ভেনেজুয়েলারও একই সমীকরণ ছিল। কিন্তু নেইমারহীন ব্রাজিলের সিলভা-ফিরিমিনোর কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো তাদের।
খেলার নয় মিনিটের মাথায় রবিনহোর পাঠানো অসাধারণ এক কর্নারে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন সিলভা।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রবার্টো ফিরমিনো গোল করে দলকে আরো এগিয়ে দেন। এখানে তাকে সহায়তা করেন উইলিয়াম।
খেলা শেষ হওয়ার মাত্র ৬ মিনিট আগে ভেনেজুয়েলার মিকু গোল করে দলকে লড়াইয়ে ফেরান। নতুবা খেলার পুরোটা সময় মাঠে একপ্রকার নিষ্প্রভ ছিল দলটি। দুই গোলে পিছিয়ে থাকা ভেনেজুয়েলা একটি গোল শোধ করার পর বাকি সময়টুকু নিজেদের মেলে ধরার সব চেষ্টাই করে গেছেন। অতিরিক্ত সময়ে মিকু আবারও গোল করার সুযোগ পেলে ব্যর্থ হন। শেষ পর্যন্ত পরাজয় মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
খেলা বিশ্লেষণ করে দেখা গেছে, গোলবার লক্ষ্য করে ব্রাজিল শট করেছে ১৭টি এবং ভেনেজুয়েলা করেছে ১০টি। বল লড়াইয়ের দখলে ব্রাজিলের কাছে ছিল ৫৭ শতাংশ এবং প্রতিপক্ষের দখলে ছিল ৪৩ শতাংশ বল। ব্রাজিল ফাউল কের ১৭ বার এবং ভেনেজুয়েলা ১৪ বার। তবে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল গোল করার।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কেএইচ
** নেইমারহীন ব্রাজিলের জয়
** শেষ মুহূর্তের গোলে লড়াইয়ে ভেনেজুয়েলা
** সিলভা-ফিরমিনোর গোলে শক্ত অবস্থানে ব্রাজিল
** প্রথমার্ধে সিলভার গোলে এগিয়ে ব্রাজিল
** সিলভার গোলে এগিয়ে ব্রাজিল
** বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিল
** কোয়ার্টারে উঠতে জয়ের বিকল্প নেই ব্রাজিলের