ঢাকা: রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আর্জেন্টাইনদের পছন্দ করেন না বলে জানিয়েছেন গঞ্জালো হিগুয়েইনের বাবা জর্জ হিগুয়েইন। ২০১৩ সালে হিগুয়েইনের রিয়াল ছাড়ার পেছনেও ফ্লোরেন্তিনোকে দায়ী করেন জর্জ।
বর্তমানে রিয়ালে একজন আর্জেন্টাইন ফুটবলারও নেই। অথচ স্প্যানিশ জায়ান্টদের ক্লাব ইতিহাসের কিংবদন্তি খেলোয়াড়দের তালিকায় আর্জেন্টিনার ফুটবলারদেরই জয়জয়কার। এর মধ্যে আলফ্রেডো ডি স্টেফানোর নামটি চিরকাল অম্লান থাকবে।
এছাড়াও রিয়ালের হয়ে খেলা আর্জেন্টাইন তারকা ফুটবলারদের মধ্যে সোতেরিও অ্যারানগুয়েরান, ইউলোগিয়া অ্যারানগুয়েরান, রোকি অলসেন, হেক্টর রায়াল, জুয়ান কার্লোস তুরিনো, রবার্তো জুয়ান মার্টিনেজ, জর্জ ভালদানো, ফার্নান্দো রেডোন্দো, সান্তিগো সোলারি, এস্তেবান ক্যাম্বিয়াসো, ওয়াল্টার স্যামুয়েল, ফার্নান্দো গ্যাগো ও অ্যাঙ্গেল ডি মারিয়া অন্যতম।
হিগুয়েইন ২০০৭-২০১৩ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেন। এরপর ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। হিগুয়েইনের বাব জর্জ হিগুয়েইনও ফুটবলার ছিলেন। জাতীয় দলে সুযোগ না পেলেও ডিফেন্ডার হিসেবে বোকা জুনিয়রস, রিভার প্লেটের মতো আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেলেছেন।
জর্জ হিগুয়েইন এক সাক্ষাৎকারে বলেন, ‘রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো আর্জেন্টিনা দেশকে অপছন্দ করেন বলেই বর্তমানে কোনো আর্জেন্টাইন খেলোয়াড় রিয়ালে নেই। তিনি মোটেই আর্জেন্টাইনদের পছন্দ করেন না। এ কারণেই ফার্নান্দো রেডোন্দো, এস্তেবান ক্যাম্বিয়াসো, সান্তিয়াগো সোলারি, ফার্নান্দো গ্যাগো, হিগুয়েইন ও ডি মারিয়ার মতো খেলোয়াড়দের রিয়াল বিক্রি করে দিয়েছে। ’
ডি মারিয়া ছিলেন রিয়ালের সর্বশেষ আর্জেন্টাইন খেলোয়াড়। দুর্দান্ত ফর্মে থাকলেও অনেকটা অভিমানী হয়েই গত বছর বার্নাব্যু ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। চলতি দলবদলের বাজারে রিয়াল কোনো আর্জেন্টাইন ফুটবলার কিনবে কিনা তা সময়েই বলে দেবে।
কিন্তু, একটি প্রশ্ন তো থেকেই যায়। বিশ্ব ফুটবলে আর্জেন্টাইনদের প্রতিভা কিংবা তারকা খ্যাতির কমতি নেই। তবে, সবচেয়ে ধনী ক্লাব হওয়া স্বত্ত্বেও বর্তমানে রিয়ালে কেন আর্জেন্টাইন খেলোয়াড় নেই? দায়টা কি আসলেই রিয়াল প্রেসিডেন্টের ওপর বর্তাবে?
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
আরএম