ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলেই জুভেন্টাস ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন আন্দ্রে পিরলো। কিন্তু, বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে হেরে জুভিদের স্বপ্নভঙ্গ হয়।
তবে চ্যাম্পিয়নস লিগ না জিতলেও যুক্তরাষ্ট্রেই পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান তারকা পিরলো। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড ভিয়ার পথ ধরে এমএলএস’র ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে যোগ দিচ্ছেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। গোল ডট কম-এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।
শনিবার (২০ জুন) ইয়ানকি স্টেডিয়ামে সপরিবারে নিউইয়র্ক ইয়ানকিস দলের বেসবল খেলা উপভোগ করেন পিরলো। এটি একই সঙ্গে সকার ক্লাব নিউইয়র্ক সিটিরও হোম গ্রাউন্ড।
উক্ত সূত্রের মাধ্যমে জানা যায়, নিউইয়র্ক সিটির হয়ে খেলতে পিরলো রাজি হয়েছেন। এ সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
আরএম