ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমিতে দেখা হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
সেমিতে দেখা হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের

ঢাকা: জমে উঠেছে কোপা আমেরিকার ৪৪তম আসর। ফেভারিট আট দলকে নিয়ে নকআউট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জুন।

শেষ আটের টিকিট নিশ্চিত করেছে শিরোপার অন্যতম দাবীদার আর্জেন্টিনা, ব্রাজিল। এছাড়া বাকি ছয়টি দল হলো, স্বাগতিক চিলি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে, চমক জাগানিয়া দুই জায়ান্ট বলিভিয়া ও পেরু, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া এবং জায়ান্ট কিলার প্যারাগুয়ে।

২৫ জুন প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আয়োজক দেশ চিলির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২৬ জুন ভোর সাড়ে পাঁচটায় লড়বে বলিভিয়া আর পেরু। ২৭ জুন তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা আর কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া। ২৮ জুন রাত সাড়ে তিনটায় ব্রাজিলের বিপক্ষে লড়বে প্যারাগুয়ে।

গ্রুপ পর্বে চিলি তাদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করলেও গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় অ্যালেক্সিজ সানচেজের চিলি।

বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ হেরে বসে। তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ড নিশ্চিত করে লুইস সুয়ারেজ, ফোরলান বিহীন উরুগুয়ে।

২২ বছরের শিরোপা খরা কাটাতে আসা লিওনেল মেসির আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ ম্যাচে অতিথি দল জ্যামাইকাকেও একই ব্যবধানে হারায় ডি মারিয়া, হিগুয়েন, আগুয়েরোর আর্জেন্টিনা।

আসরের আরেক ফেভারিট ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয়। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হোঁচট খায় নেইমার বাহিনী। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে বসে সেলেকাওরা। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে নেইমার বিহীন ব্রাজিল।

৩০ জুন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এক ও দুই নম্বর কোয়ার্টার ফাইনালের জয়ী দল। আর ০১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তিন ও চার নম্বর কোয়ার্টার ফাইনালের জয়ী দল।

সেমিফাইনালের মঞ্চেই দেখা হয়ে যেতে পারে টপ ফেভারিট আর্জেন্টিনা ও ব্রাজিলের। শেষ আটের নিজ নিজ ম্যাচে যদি দল দুটি জয় পায় তবে, ০১ জুলাইয়ের সেমিফাইনালে দেখা হবে চির প্রতিদ্বন্দ্বী দেশ দু’টির।

কোয়ার্টার ফাইনালের সময়সূচী
২৫ জুন (ভোর ৫.৩০ মিনিট)
চিলি বনাম উরুগুয়ে

২৬ জুন (ভোর ৫.৩০ মিনিট)
বলিভিয়া বনাম পেরু

২৭ জুন (ভোর ৫.৩০ মিনিট)
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া

২৮ জুন (রাত ৩.৩০ মিনিট)
ব্রাজিল বনাম প্যারাগুয়ে

সেমি-ফাইনালঃ
৩০ জুন (ভোর ৫.৩০ মিনিট)
১ জুলাই (ভোর ৫.৩০ মিনিট)

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচঃ
৪ জুন ২০১৫ (ভোর ৫.৩০ মিনিট)

ফাইনাল ম্যাচঃ
৫ জুলাই ২০১৫ (রাত ২.০০টা)

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।