ঢাকা: দিয়োগো ম্যারাডোনা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট হলে ব্যাপারটি কেমন হবে? হ্যাঁ, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর সে পথেই হাঁটছেন। উরুগুইয়ান সাংবাদিক ভিক্টর হুগো মোরালেসের দাবি, ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান ম্যারাডোনা।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল চলাকালে একটি টেলিভিশন প্রোগ্রামে উপস্থাপকের ভূমিকায় থাকেন ম্যারাডোনা। তার সহ-উপস্থাপকের দায়িত্ব পালন করেন মোরালেস। সেখানেই ম্যারাডোনা ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানান মোরালেস। নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এমনটিই জানিয়েছেন এই উরুগুইয়ান সাংবাদিক।
টুইটারে মোরালেস উল্লেখ করেন, ‘ম্যারাডোনা আমাকে বলেছিলেন, তিনি ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চান। এ বিষয়টি আমাকেই তিনি সবার কাছে তুলে ধরতে বলেন। আমার কাছ থেকে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়েও পরামর্শ নেন। ’
অনেকদিন থেকেই ফিফা’র বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সমালোচনামুখর ছিলেন ম্যারাডোনা। গত মাসে একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ফিফার সাম্প্রতিক ঘটনাগুলো উপভোগ করছেন বলেও জানান ৯০’র বিশ্বকাপ হিরো। বিশেষ করে সেপ ব্ল্যাটারের ওপরই তার যত অভিযোগ।
কিন্তু, গত মাসের শেষদিকে হওয়া ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্ল্যাটার। কিন্তু, ক’দিন পরই তিনি পদত্যাগ করেন।
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
আরএম