ঢাকা: ২৮ জুন থেকে শুরু হচ্ছে সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। সোমবার এই আসরের লোগো, জার্সি উন্মোচন ও সময়সূচি নির্ধারণ করা হয়।
এ উপলক্ষে বাফুফে ভবনে সাবেক ও বর্তমান ফুটবলারদের উপস্থিতিতে এক মিলন মেলার সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন বাফুফে ফুটবল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায়, ফজলুল রহমান বাবুল, সদস্য সত্যাজিত দাস রুপু, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ মুসা। এছাড়া সাবেক ও বর্তমান ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন কায়সার হামিদ, মো: মহসীন, জসিম উদ্দিন জোসী, মামুনুল ইসলাম, এনামুল হক ও শাহেদুল আলম শাহেদ।
এবারের প্রতিযোগিতায় ৮টি ভেন্যুতে ৬১টি জেলা ফুটবল দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে। ভেন্যু চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। প্রত্যেক ভেন্যু চ্যাম্পিয়নকে নিয়ে ঢাকায় লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মূল পর্বের খেলা।
অনূর্ধ্ব-১৬ সাফ ও অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলাকে সামনে রেখে এ আসরটি আয়োজন করা হচ্ছে। এখান থেকে সেরা খেলোয়াড়দের অনেকেই এ আসরগুলোর দলে ঠাঁই পাবে।
বাফুফে ফুটবল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানালেন, 'আমরা একটা লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্ট শুরু করেছি। এই খেলোয়াড়রা পরবর্তীতে যুব দল ও জাতীয় দলের হয়ে খেলবে। আশা করছি সারা দেশে থেকে অনেক ভালো মানের ফুটবলার বেরিয়ে আসবে। '
চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দল পাচ্ছে ২৫ হাজার টাকা। আর ৮ ভেন্যুর আয়োজকরা প্রত্যেকে পাচ্ছে ৫০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
ইয়া/এমআর