ঢাকা: ২০১৭ চ্যাম্পিয়নস লিগ ফুটবল ফাইনালের জন্য কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে চেক রিপাবলিকে অফিসিয়াল এক ঘোষণার মাধ্যমে ওয়েলসের এ স্টেডিয়ামকে ফাইনালের জন্য মনোনয়ন দেবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।
২০১৬ সালে ফাইনালের জন্য ইতোমধ্যে ইতালির সান সিরো স্টেডিয়ামকে উয়েফার পক্ষ থেকে ঘোষণা করা হয়। সান সিরো স্টেডিয়ামটি ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানের হোম গ্রাউন্ড।
২০১৫ ফাইনাল হয়েছিল জার্মানির বার্লিনে, যেখানে জুভেন্টাসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো ইউরোপ সেরার খেতাব জেতে বার্সেলোনা। সেই ফাইনালের পরই ২০১৭ সালের ফাইনালের জন্য মিলেনিয়াম স্টেডিয়ামের প্রতি আগ্রহ দেখায় উয়েফা।
মিলেনিয়াম স্টেডিয়ামটি মূলত একটি রাগবি খেলার স্টেডিয়াম। এটি ওয়েলস জাতীয় রাগবি দলের মাঠ। তবে ২০১২ অলিম্পিক ফুটবল ও ২০১৪ সুপার কাপ অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে। সাড়ে ৭৪ হাজার দর্শক এক সঙ্গে বসে এ স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমএমএস