ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোপা’র গ্রুপ পর্বের সেরা মেসি-আগুয়েরো-ভিদালরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
কোপা’র গ্রুপ পর্বের সেরা মেসি-আগুয়েরো-ভিদালরা ছবি: সংগৃহীত

ঢাকা: চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার গ্রুপ পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। আর প্রথম পর্ব শেষে কোপা’র অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে গ্রুপ পর্বের সেরা একাদশ।

সেরা একাদশে নেতৃত্ব থাকছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

স্ট্রাইকিং পজিশনে আরেক আর্জেন্টাইন সার্জিও আগুয়েরো থাকলেও টুর্নামেন্টের ‘সবচেয়ে প্রভাবশালী ফুটবলার’ হয়েছেন আসরের এখন পর্যন্ত সেরা গোলদাতা চিলি মিডফিল্ডার আরতুরো ভিদাল। তিনটি গোল দিয়ে শীর্ষে থাকা ভিদাল গ্রুপ পর্ব চলাকালীন মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দূর্ঘটনা ঘটালে পুলিশ তাকে আটক করেন। তবে কোপার ওয়েবসাইটে এমন কিছু জানানো হয়নি।

এদিকে সেরা একাদশে রাখা হয়নি ব্রাজিলের নিয়মিত অধিনায়ক নেইমারকে। টুর্নামেন্টে সেলেকাওদের হেয়ে দারুণ ভাবে নেতৃত্ব দেয় বার্সেলোনা তারকা অবশ্য লাল-কার্ড দেখে ইতোমধ্যে আসর থেকে বাদ পড়েছেন।

সেরা একাদশে আরো রয়েছেন কলম্বিয়ান মিডফিল্ডার কার্লোস সানচেজ, পেরুর মিডফিল্ডার কার্লোস লোবাটন। ব্রাজিলের একমাত্র ফুটবলার হিসেবে আছেন ডিফেন্ডার থিয়েগো সিলভা।

গ্রুপ পর্বের সেরা একাদশে অবশ্য দাপট দেখিয়েছে চিলি। স্বাগতিক দেশটির চার জন ফুটবলারই রয়েছেন এ একাদশে। ভিদাল ছাড়াও রয়েছেন গ্যারি মেডেল। গোলকিপার হিসেবে রয়েছেন বার্সা তারকা ক্লাদিয়ার ব্রাভো ও চার্লেস আরাঙ্গুইজ।

ব্রাজিল ছাড়াও সেরা একাদশে একজন করে রয়েছেন উরুগুয়ের হোসে গিজম্যান ও প্যারাগুয়ের লুকাস ব্যারিয়স।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।