ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারবিহীন ব্রাজিল ভীতিতে প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
নেইমারবিহীন ব্রাজিল ভীতিতে প্যারাগুয়ে

ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে গত আসরের রানারআপ প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের অনুপস্থিতি সেলেওকাওদের জন্য যেমন শঙ্কাদায়ক, ঠিক তেমনি প্রতিপক্ষের জন্য স্বস্তিদায়ক।

তবে, নেইমারবিহীন ব্রাজিলেই প্যারাগুয়ের যত ভয়।

কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। পরে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপিল না করায় নেইমার টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন।

গত আসরের কোয়ার্টার ফাইনালেও প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। গোলশূণ্য ম্যাচটিতে পেনাল্টি শুটআউটে ২-০ ব্যবধানে জিতে শেষ চারে উঠে যায় প্যারাগুয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, চারটি পেনাল্টি কিক নিয়ে একটিও জালে জড়াতে পারেনি সেলেকাওরা।

এক প্রেস কনফারেন্সে প্যারাগুয়ের ডিফেন্ডার পাওলো ডা সিলভা বলেন, ‘ব্রাজিল খুবই বিপদজনক দল। নেইমার না থাকলেও তাদের বিপক্ষে ম্যাচ জেতাটা কঠিন। কোয়ার্টার ফাইনালে জিততে হলে অবশ্যই নিজেদের সেরাটা দিতে হবে। ’

তিনি আরও বলেন, ‘নেইমার ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বার্সেলোনার হয়ে সে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। কিন্তু, তাকে ছাড়াও ব্রাজিল দুর্দান্ত টিম। আমরা সেমিতে ‍ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামব। তবে, তাদের বিপক্ষে বিন্দুমাত্র ভুল করলে চড়া মূল্য দিতে হবে। তাই অামাদের সামনে নিখুঁত ফুটবল খেলার বিকল্প নেই। ’

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।