ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির সঙ্গে রদ্রিগেজের তুলনা সম্পূর্ণ অযৌক্তিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
মেসির সঙ্গে রদ্রিগেজের তুলনা সম্পূর্ণ অযৌক্তিক ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ক্লাব পর্যায়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হবেন জেমস রদ্রিগেজ। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদের এই কলম্বিয়ান মিডফিল্ডার।



শনিবার (২৭ জুন) শেষ আটের ম্যাচে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।

এক প্রেস কনফারেন্সে মেসি প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, ‘মেসি অন্য বিশ্ব থেকে এসেছে। সে একজন অনন্য খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালে তার সঙ্গে আমাকে তুলনা করাটা হবে সম্পূর্ণ অযৌক্তিক। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খু্বই চ্যালেঞ্জিং হবে। দল হিসেবে তারা সব সময়ই দুর্দান্ত। ’

টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সও মূল্যায়ন করেন রদ্রিগেজ, ‘গ্রুপ পর্বের তিনটি ম্যাচে আমি খুব একটা ভালো করতে পারিনি। কিন্তু, নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই প্রতিটি ম্যাচে মাঠে নেমেছি। কোপা আমেরিকা টুর্নামেন্টে মাত্রাতিরিক্ত শারীরিক ট্যাকলের কারণে প্রতিভাবান খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স করাটা খুবই কঠিন। ’

ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী উল্লেখ করেন, ‘প্রতিটি দলই প্রতিপক্ষ্যের সেরা খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকে। তাই তারকা ফুটবলাররা খেলার জন্য পর্যাপ্ত স্পেস পায়না। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে আমার ক্ষেত্রেও এমনটি হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।