ঢাকা: ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটের মাথায় দশ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। কাতালানিয়া পেরেজ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
এরপরই কলম্বিয়ানদের চেপে ধরে ১৯৯১ ও ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। ৫৩ মিনিটে দলের প্রথম গোল করেন অ্যালেক্স মরগান। আর ৬৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন কার্লি লয়েড। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
শেষ আটে যুক্তরাষ্ট্র লড়বে চীনের বিপক্ষে।
এদিকে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি ইংলিশ শিবিরে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিড নেয় নরওয়ে। গুলব্রান্ডসেনের গোলে ১-০ তে এগিয়ে যায় তারা। তবে, ম্যাচে ফিরতে বেশি সময় নেয় নি ইংল্যান্ড।
৬১ মিনিটের মাথায় স্টেফাইনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। আর ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন লুসি ব্রোঞ্জ। ফলে, ২-০ গোলের ব্যবধানে জয় পায় ইংলিশরা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এমআর