ঢাকা: বাংলাদেশ সুইমিং ফেডারেশনস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স দেশের একমাত্র আন্তর্জাতিক মানের সুইমিং কমপ্লেক্স। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই জাতীয় ক্রীড়া পরিষদের তত্বাবধানে সুইমিং কমপ্লেক্সের প্রশিক্ষণ পুলের পাশে জাতীয় ক্রীড়া পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হচ্ছে।
সবচেয়ে বাজে বিষয় এই স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হলে এখানকার ক্রীড়া পরিবেশ ও নিরাপত্তার বিপর্যয় ঘটবে। তাই খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কোয়ার্টার নির্মাণের বিরুদ্ধে সর্বস্তরের সাঁতারু, ফেডারেশনের কর্মকর্তা, ক্রীড়ামোদি ও সাবেক জাতীয় সাঁতারুদের নিয়ে এক মানববন্ধন কর্মসূচি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন আহমেদ বলেন, ‘মিরপুরের সাঁতার কমপ্লেক্স বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের সাঁতার ভেন্যু। কিন্তু সেখানে কাউকে কিছু না জানিয়েই জাতীয় ক্রীড়া পরিষদ তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য একটি পাঁচতলা স্টাফ কোয়ার্টার নির্মাণ কাজ শুরু করেছে। এজন্য কেটে ফেলা হয়েছে সুইমিংপুলের ওয়ার্মআপ পুলের পাশের ফলজ ও বনজ গাছ পর্যন্ত। ভবনটি নির্মিত হলে সাঁতারুদের স্বাভাবিক ক্রীড়া পরিবেশ ক্ষুন্ন হবে। সেখানে ওয়ার্মআপ, ফ্রিহ্যান্ড অনুশীলন ও জগিং করার পর্যাপ্ত জায়গা থাকবে না। একটা আন্তর্জাতিক ভেন্যুতে কখনই স্টাফ কোয়ার্টার থাকতে পারে না। '
তিনি আরও বলেন, সুইমিংপুলের আশেপাশে বহুদিন ধরেই মাদকসেবীদের অবাধ বিচরণ। এমনকি সুইমিংপুলের পাশে এমন সব নিষিদ্ধ জিনিষ পড়ে থাকে, যার কথা উচ্চারণ করতেও লজ্জা হয়। বিল্ডিং হয়ে গেলে সেখানকার লোকজন যখন তখন সুইমিংপুলে ঢুকবে, পানিতে নেমে পড়বে, সাঁতার শিখতে আসা মেয়েদের দিকে তাকাবে। ফলে এখানে কেউ সাঁতার শিখতে আসবে না।
আগামী অক্টোবরে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতার। এর আগে এভাবে স্থাপনা নির্মাণ করা হলে প্রতিযোগিতা ও দেশের ভাবমূর্তি নষ্ট হবার আশঙ্কা প্রকাশ করেন শাহাবউদ্দিন।
এছাড়া সাঁতার ফেডারেশন ভবন নির্মাণ বন্ধ করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে চিঠি দিয়েছে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। তবে ক্রীড়াঙ্গনের অনেকের মতে এটি নির্মান হলে সত্যি এ কমপ্লেক্স তার স্বাভাবিক পরিবেশের ভারসাম্য হারাবে।
বাংরাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
ইয়া/এমআর