ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রীতি ফুটবল খেলতে আগরতলায় মুক্তিযোদ্ধা সংসদ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
প্রীতি ফুটবল খেলতে আগরতলায় মুক্তিযোদ্ধা সংসদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে ২১ সদস্যের দলটি আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইসমত আরা জাহান দলটিকে অভিবাদন জানায়।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক ইন্সপেক্টর মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ১২টার দিকে কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষে ফুটবল দলটি আগরতলা বন্দরে পৌঁছালে সেখানে পুনরায় দলটিকে অভিবাদন জানানো হয়।

মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলরের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি মেজর জেনারেল (অব:) হেলাল মোরশেদ খান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

ফুটবল দলটি বুধবার বিকেলে আগরতলা বীর বিক্রম মানিক্য বাহাদুর স্টেডিয়ামে ত্রিপুরা রাজ্য দলের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিবে। ২৫ জুন দুপুরে একই বন্দর দিয়ে বাংলাদেশ ফিরবে দলটি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।