ঢাকা: আগামী ২৬ জুন থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ'। লিগের দ্বিতীয় পর্বের খেলা দুটি শীর্ষ ক্লাব শেখ জামাল এবং ঢাকা আবাহনী লি: সমস্যার কারণে আরেক দফা পেছানোর সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
বর্তমান শিরোপাধারী দলকে দিয়েই শুরু হবার কথা ছিল লিগের দ্বিতীয় পর্বের খেলা। কিন্তু শেখ জামাল স্কোয়াডে ইনজুরি থাকার কারণে প্রথম দিনে মাঠে নামতে রাজি নয় তারা। শেখ জামালের আপত্তির কারণ তাদের এক খেলোয়াড় (অধিনায়ক নাসিরউদ্দিন চৌধুরী) ইনজুরি আক্রান্ত। তাই জামালের দাবি ছিল, ২৬ জুনের পরিবর্তে ৩০ জুন ম্যাচটি হতে হবে। তবে বাফুফে বলছে, ম্যাচটি হবে ২৮ জুন।
এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেয়েছিল ঢাকা আবাহনীর ম্যাচ দিয়ে লিগ শুরু করতে।
ইতোমধ্যে ক্লাবগুলোর কাছে অ-আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগের সূচিও প্রেরণ করেছে বাফুফে। সেই সূচি অনুযায়ী প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবার কথা রহমতগঞ্জের। কিন্ত এ সূচিতে আপত্তি জানায় আবাহনী।
এ কারণেই মূলত আবারও পেশাদার লিগ কমিটিকে বুধবার (২৪ জুন) বসতে হচ্ছে বৈঠকে। আর এ বৈঠকেই জানা যাবে শীর্ষ ক্লাবগুলোর দাবির মুখে আবারো পিছিয়ে যাচ্ছে কিনা প্রিমিয়ার লিগ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
ইয়া/এমআর