ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চিলির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচটিতে উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানির খেলা অনিশ্চিত।
এ কারণেই নিজ দেশে ফিরতে পারেন কাভানি। এমনটিই নিশ্চিত করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।
সোমবার (২২ জুন) রাতে উরুগুয়ের এক রাস্তায় অতিরিক্ত অ্যালকোহল সেবন করে গাড়ি চালানোর সময় কাভানির বাবার গাড়ীর ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে অজ্ঞান অবস্থায় ১৯ বছর বয়সী ঐ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার যুবকটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে, পুলিশ হেফাজতে কাভানির বাবার অ্যালকোহল পরীক্ষা করা হলে তা পজিটিভ হিসেবে প্রমাণিত হয়েছে।
তাবারেজ বলেন, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে কাভানি জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবে। কিন্তু, এই ম্যাচের আগেই তার উরুগুয়েতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তাকে সান্ত্বনা দিয়েছি। তার অনুপস্থিতি দলের খেলোয়াড়দের জন্য বড় ধরণের একটা আঘাত বয়ে আনবে। তবে, শেষ পর্যন্ত কি হবে তা বলতে পারছি না। ’
এদিকে কাভানির বোন সান্দ্রা বলেন, ‘সামনে কি হবে তার জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদের অপেক্ষা করতে হবে। এ মুহূর্তে আমার মাথায় কিছুই ঢুকছে না। কাভানি এসেও কিছু করতে পারবে না। সে সম্ভবত কোপা আমেরিকা টুর্নামেন্টে থাকবে। মা ও ভাইয়ের সঙ্গে তার কথা হয়েছে। ’
উল্লেখ্য, আগামীকাল ( বৃহস্পতিবার) চিলি ও উরুগুয়ের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম