ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পেরেইরার সঙ্গে স্থায়ী চুক্তি করলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
পেরেইরার সঙ্গে স্থায়ী চুক্তি করলো জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরার সঙ্গে চার বছরের স্থায়ী চুক্তি করেছে জুভেন্টাস। বর্তমানে ২৪ বছর বয়সী এই ফুটবলার কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে চিলিতে অবস্থান করছেন।



২০১৪-১৫ মৌসুমে ১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে এক বছরের ধারের চুক্তিতে জুভেন্টাসে পাড়ি জমান পেরেইরা। চুক্তির শর্ত হিসেবে মৌসুম শেষে পেরেইরাকে স্থায়ীভাবে দলভুক্ত করার সুযোগ ছিল। সেটিই বেছে নিয়েছে টানা চারবারের সিরি আ চ্যাম্পিয়নরা।

পরবর্তী তিন বছরে উদিনেসকে চুক্তিবাবদ ১৪ মিলিয়ন ইউরো দেবে জুভেন্টাস।

গত মৌসুমে জুভিদের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি ম্যাচে মাঠে নামেন পেরেইরা। ভালো পারফরম্যান্স করার পুরস্কারস্বরুপ এই আর্জেন্টাইনের সঙ্গে স্থায়ী চুক্তি করে ইতালিয়ান জায়ান্টরা।

২০০৮ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে পেরেইরার প্রফেসনাল ফুটবলে পথচলা শুরু হয়। সেখানে তিন বছর কাটানোর পর ২০১১ সালে উদিনেসে নাম লিখিয়ে ইউরোপে পাড়ি জমান এই প্রতিভাবান মিডফিল্ডার।

গত বছর আর্জেন্টিনা দলে পেরেইরার অভিষেক ঘটে। অবশ্য আলবিসেলেস্তাদের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে মাঠে নামলেও এখনো গোলের দেখা পাননি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ‍জুন ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।