ঢাকা: কানাডায় ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান। শেষ ষোলোর ম্যাচে জাপানিজদের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় নেদারল্যান্ডস।
বিসি প্লেস স্টেডিয়ামে খেলা শুরুর ১০ মিনিটেই ডিফেন্ডার সাওরি অারিওশির গোলে লিড নেয় জাপান। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণের গতি বাড়ায়। জাপানের লিড বাড়ানোর চেষ্টার বিপরীতে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ডাচরা। কিন্তু, ৭৮ মিনিটে জাপানিজ মিডফিল্ডার মিজোকো সাকাগুচির গোলে ডাচদের রীতিমত স্বপ্নভঙ্গ হয়।
খেলার শেষদিকে নেদারল্যান্ডসদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মিডফিল্ডার ক্রিস্টেন ভান ডে ভান। ইনজুরি সময়ে ডাচরা সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করলেও এশিয়ার পরাশক্তিদের দৃঢ়তায় তা ভেস্তে যায়।
২৭ জুন (শনিবার) শেষ আটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জাপান। একই দিন স্বাগতিক কানাডার মুখোমুখি হবে ইংল্যান্ড।
এর আগে ২৬ জুন জার্মানি ও ফ্রান্সের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের অপর ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার আরেক পরাশক্তি চীন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম