ঢাকা: ২০ জুন শুরু হওয়ার কথা ছিল মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা। কিন্তু ৬ দিন পিছিয়ে ২৬ জুন নতুন তারিখ দেয় পেশাদার লিগ কমিটি।
বুধবার বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটি বৈঠকে জানানো হলো আরো ২ দিন পিছিয়ে যাচ্ছে খেলা। সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানালেন, 'শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরি আক্রান্ত। আর মুক্তিযোদ্ধা সংসদ প্রীতি ম্যাচে অংশ নিতে বর্তমানে ত্রিপুরা রয়েছে। এই সকল বিষয় বিবেচনা করে সকল ক্লাবের সম্মতিক্রমে ২ দিন পিছিয়ে ২৮ জুন লিগের খেলা শুরু হবে। খেলাগুলো সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। '
তিনি আরো জানালেন, '১৩ আগস্ট লিগের খেলা শেষ হবে। লিগ শেষ হওয়ার পরপরই আমরা স্বাধীনতা কাপের খেলা শুরু করতে চাই। আর স্বাধীনতা কাপ শেষ হলে সুপার কাপের খেলা শুরু হবে। '
সবঠিক থাকলে ২৮ জুন থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ২৪ জুন ২০১৫
ইয়া/এমএমএস