ঢাকা: ইংলিশ ক্লাব লিভারপুলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে ভেড়ানো হয়েছে ব্রাজিলিয়ান তরুণ রবার্টো ফির্মিনোকে। জার্মান ক্লাব হোফেনহিম থেকে ২৯ মিলিয়ন পাউন্ডের বিনিময় অ্যানফিল্ডে আসেন এ স্ট্রাইকার।
এদিকে লিভারপুলে ফির্মিনোকে ক্লাবের ১১ নম্বর জার্সি দেওয়া হয়েছে। জাতীয় দল ব্রাজিলের হয়েও তিনি একই সংখ্যার জার্সি পড়ে থাকেন। তবে দলে নেয়ার আগে সবাই ভেবেছিল তার গায়ে হয়ত দলের আইকনিক সাত নম্বর জার্সিটি দেওয়া হবে।
কিন্তু সাত নম্বর জার্সিটি শেষ পর্যন্ত দেওয়া হয়েছে ম্যানচেস্টার সিটি থেকে এ মৌসুমে অ্যানফিল্ডে পাড়ি দেয়া জেমস মিলনারকে। সাত নম্বর জার্সিটি এর আগে অল রেডসদের হয়ে কেভিন কিগান, কেনি ডানগ্লিস ও লুইস সুয়ারেজের মত তারকারা গায়ে দিয়েছিলেন।
হোফেনহিমে অসাধারণ পারফরম্যান্স করায় কোপা আমেরিকায় সেলেকাওদের হয়ে সুযোগ পান ফির্মিনো। আর কোচ দুঙ্গার আস্থার প্রতিদান দিয়ে দলের হয়ে জয় সূচক দুটি গোলও করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমএমএস