ঢাকা: বিশ্বসেরা ডিফেন্ডার সার্জিও রামোসকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিভিন্ন মাধ্যমে জানা গেছে ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোডে নেয়া হবে এ রিয়াল মাদ্রিদ তারকাকে।
বুধবার (২৪ জুন) মাদ্রিদের জেনারেল ম্যানেজার হোসে অ্যাঙ্গেল সানচেজের সঙ্গে দেখা করেন রামোস। তবে সাক্ষাতের পর জানা যায় সান্থিয়াগো বার্নাব্যু ছাড়তে চান তিনি। লস ব্লাঙ্কদের সঙ্গে নতুন চুক্তিতে তিনি অখুশী ছিলেন।
এদিকে স্প্যানিশ এ সেন্টার-ব্যাকের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে ইংলিশ ক্লাব ম্যানইউ। রেড ডেভিলসরা দলের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বিনিময়ে রামোসকে নিতে চান। তবে জানা যায় রামোস রিয়ালে এক মৌসুমে ১০ মিলিয়ন ইউরো পেলেও ম্যানইউতে তাকে ১২ মিলিয়ান ইউরো দেওয়া হবে।
এবারের মৌসুম দল-বদলে ম্যানইউ ২০০ মিলিয়ন ইউরো খরচ করবে। তবে আগের মৌসুমে প্রচুর স্ট্রাইকার নেওয়ায় এবার দলটি ডিফেন্ডারদের দিকে নজর দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমএমএস