ঢাকা: কোপা আমেরিকার এবারের আসরে হট ফেভারিট দল হলেও আর্জেন্টিনার পারফরম্যান্স সমর্থকদের খুব একটা মুগ্ধ করতে পারেনি। গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতে ড্র ও বাকি দুই ম্যাচে ন্যূনতম ব্যবধানের জয়ই তা প্রমাণ করে।
দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে চিলিতে কোপা আমেরিকা জয়ের মিশনে নামে আর্জেন্টিনা। কিন্তু, প্রথম ম্যাচেই প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোনোমতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-আগুয়েরোরা।
আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুঁচকে জ্যামাইকার বিপক্ষেও একই ব্যবধানের জয় পায় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভালো খেলেও ফিনিশিং দুর্বলতার কারণে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি। এর পর থেকেই আর্জেন্টিনার পারফরম্যান্স প্রশ্নের সম্মুখীন হয়। সমালোচনার মাত্রাটাও ক্রমাগত বাড়তে থাকে।
এই সমস্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে সাবেক আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার হানার্ন ক্রেসপো ও গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে স্মরণ করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তার মতে, গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের অতি রক্ষনাত্বক কৌশলের কারণেই জয়ের ব্যবধানটা কম হয়েছে। এমন অবস্থায় আক্রমণভাগে ক্রেসপো ও বাতিস্তুতার মতো লম্বাকৃতির স্ট্রাইকার থাকলে উড়ন্ত বলগুলো কাজে লাগানো যেত।
এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘মানুষ অনেক কথাই বলছে। সাংবাদিকরাও কম যাচ্ছেন না। ১০ জনের রক্ষনাত্মক প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা মোটেও সহজ নয়। জ্যামাইকার বিপক্ষে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলেছি। কিন্তু, তাদের রক্ষণভাগে গিয়ে পর্যাপ্ত স্পেস পাওয়াটা কঠিন হয়ে পড়ে। ’
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘ক্রেসপো ও বাতিস্তুতা আর্জেন্টিনা দলের হয়ে হেডে প্রচুর গোল করেছেন। কিন্তু, তাদের তুলনায় আমরা আকারে ছোট। তাই গ্রাউন্ডে ঠিকমতো খেলতে না পারলে আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। ’
উল্লেখ্য, শনিবার (২৭ জুন) কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএম