ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শনিবার থেকে আন্তর্জাতিক রেটিং দাবা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
শনিবার থেকে আন্তর্জাতিক রেটিং দাবা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২৭ জুন শুরু হচ্ছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা।   ৮ দিন ব্যাপী প্রতিযোগিতাটি শেষ হবে ৪ জুলাই।



আর বিজয়ীদের পুরস্কৃত করা হবে ৫ জুলাই। ৯ রাউন্ডে সুইস লিগ পদ্ধতিতে হবে প্রতিযোগিতা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ারসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন বেলা সাড়ে ১১টায় খেলা শুরু হবে ঢাকাস্থ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে। প্রতিযোগিতায় অংশ নেবে ১৩০ থেকে ১৪০ জন প্রতিযোগী। বাংলাদেশ ছাড়াও ভারতের প্রতিযোগীদের অংশ নেয়ার কথা রয়েছে।

প্রাইজমানি হিসেবে থাকছে এক লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে সর্বোচ্চ ৩০ হাজার ও সর্বনিম্ন দেড় হাজার টাকা পুরস্কার থাকবে। এ ছাড়াও দাবাড়ুদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হবে। ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৫ জুন ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।