ঢাকা: ক্লাব ও জাতীয় দলের হয়ে কোনো খেলোয়াড়ই এক বছরে সাতটি শিরোপা জিততে পারেন নি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সামনে এবার তারই হাতছানি।
এক বছরে সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের রেকর্ডটি বার্সার দখলে। পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে এই কীর্তি গড়ে কাতালানরা। ওই বছরে উল্লেখযোগ্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায় বার্সার কোনো খেলোয়াড় সাতটি শিরোপা জয়ের স্বাদ নিতে পারেন নি।
কিন্তু, এই বছর কোপা আমেরিকা টুর্নামেন্ট থাকায় সম্ভাবনার দুয়ারটা খুলে গেছে। মেসি ছাড়াও বার্সার আরো তিনজন খেলোয়াড়ের সামনে সাতটি শিরোপা জয়ের হাতছানি রয়েছে। এরা হলেন আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মাশ্চেরানো, ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ ও চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
নেইমারও এই তালিকায় থাকতে পারতেন। কিন্তু, কলম্বিয়ার সঙ্গে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরে এ ঘটনার জের ধরে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে দেশে ফেরেন ব্রাজিল অধিনায়ক।
এ বছর শেষ হওয়ার আগেই আরো তিনটি শিরোপা জেতার অপেক্ষায় ট্রেবল জয়ী বার্সা। ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।
তাই কোপা আমেরিকা জয়ের ওপরই এক বছরে কারো সাতটি শিরোপা জয়ের ব্যাপারটি নির্ভর করছে। শেষ হাসি কি মেসি-মাশ্চেরানো হাসবেন? নাকি ব্রাজিলিয়ান রাইট ব্যাক আলভেজের জন্য উপলক্ষ্যটা অপেক্ষা করছে?
অন্যদিকে, মেসি-মাশ্চেরানো-আলভেজকে পেছনে ফেলে যদি স্বাগতিক চিলির হয়ে ব্রাভো শিরোপা উদযাপনে মাতে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম