ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা শুরু হচ্ছে ২৮ জুন থেকে। এ নিয়ে দুই দফা পেছানোর পর অবশেষে দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াচ্ছে।
লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে জোসেফ আফুসির শিষ্যরা। আর পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে ‘নীলকুঠি’ খ্যাত ফরাশগঞ্জ।
আর একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আবাহনী লিমিটেড বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম লেগ শেষে আবাহনী ষষ্ঠ স্থানে এবং ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ সপ্তম অবস্থানে রয়েছে।
আগামী ১৩ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে শেষ হবে লিগের খেলা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৮, ১৯ ও ২০ জুলাই লিগের খেলা বন্ধ থাকবে।
লিগ শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ ও সুপার কাপের খেলা। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। আর প্রস্তুত না হওয়ায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামটি বাতিল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে শেষ হয় প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর পরেই মোহামেডান, ব্রাদার্স ও শেখ রাসেলের অবস্থান। তিন দলেরই পয়েণ্ট সংখ্যা ২০। গোল ব্যবধানে তিন দলের স্থান নির্ধারিত হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলোও তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৯ এবং ঢাকা আবাহনীর সংগ্রহ ১৭ পয়েন্ট।
প্রথম লেগ শেষে ১১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন। আর দেশীয় খেলোয়াড় হিসেবে মুক্তিযোদ্ধার এনামুল করেছেন ৯ গোল। এছাড়া বাঙ্গুরা (মোহামেডান) ৮ গোল, এমিলি (শেখ রাসেল) ৫ গোল ও শেখ জামালের ওয়েডসন ও এমেকা ৬টি করে গোল করেন।
প্রথম লেগের ৫৫টি ম্যাচের মধ্যে দু’টি হ্যাটট্রিক রয়েছে। ১টি করেছেন ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন। আর অপরটি করেছেন ঢাকা মোহামেডানের ইসমাঈল বাঙ্গুরা।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৫ জুন, ২০১৫
ইয়া/আরএম