ঢাকা: বৃষ্টির মধ্যে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে অনুশীলন করে তোপের মুখে পড়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বৃহস্পতিবার (২৫ জুন) ক্ষুব্ধ কন্ঠে জানালেন, ‘টার্ফে এমনিতে অনুশীলন করলে সমস্যা হয় না।
আগামী ২৯ জুন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে নিজেদের ১১তম ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
এই ম্যাচের জন্য বৃহস্পতিবার মতিঝিলে নিজেদের ক্লাব মাঠে অনুশীলন করতে পারেনি সাদা-কালো শিবির। কারণ, বৃষ্টিতে মোহামেডানের মাঠটি অনুশীলনের অনুপযোগী হয়ে পড়ে। ফলে তারা অনুশীলনের জন্য বাফুফে’র আর্টিফিসিয়াল টার্ফ ব্যবহার করে।
উল্লেখ্য, ঢাকা মোহামেডান ক্লাবের নিজেস্ব মাঠটি আয়তনে খুবই ছোট। এজন্য তারা প্রায়ই ভাড়ায় বিশ্ববিদ্যালয় মাঠ, বুয়েট মাঠ ও সামরিক জাদুঘরের মাঠে অনুশীলন করে থাকে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৫ জুন, ২০১৫
ইয়া/আরএম