ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিকেই সেরা মানছেন পেকারম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
মেসিকেই সেরা মানছেন পেকারম্যান ছবি : সংগৃহীত

ঢাকা: কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্ট‍ার ফাইনাল ম্যাচে অন্যরকম অভিজ্ঞতার সম্মুথীন হবেন লিওনেল মেসি। যে কোচের অধীনে তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল সেই হোসে পেকারম্যানের মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তার ‍আগেই কলম্বিয়ার বর্তমান কোচ মেসিকে রীতিমত প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।

চিলিতে শনিবার (২৭ জুন) তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পেকারম্যান বলেন, ‘মেসি এক কথায় বিশ্বের সেরা খেলোয়াড়। তার নেতৃত্বে আর্জেন্টিনাও দুর্দান্ত খেলছে। যেমনটি তারা ব্রাজিল বিশ্বকাপে করেছে। বার্সেলোনার হয়ে মেসি সফল একটি মৌসুম কাটিয়ে কোপা আমেরিকায় অংশ নিয়েছে। যেকোনো দলের কাছেই সে কঠিন প্রতিপক্ষ। ’

সাবেক আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। এটিই তাদেরকে এগিয়ে রাখবে। দল হিসেবে তারা খুবই ধারাবাহিক। নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে তারা প্রতিনিয়তই উন্নতি করছে। ’

কলম্বিয়ার কোচ উল্লেখ করেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার জন্য আমরা প্রস্তুত। প্রতিটি পজিশনেই দলে প্রতিভাবান ফুটবলার রয়েছে। আমরা জানি, এটিই আমাদের জন্য যথেষ্ট। ’

এদিকে, নিষেধাজ্ঞার কারনে কার্লোস বাক্কা ও ইনজুরির কারনে দুই মিডফিল্ডার কার্লোস সানচেজ ও এডউইন ভ্যালেন্সিয়া কলম্বিয়ার হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
‍আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।