ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সাতেই ক্যারিয়ারের ইতি টানবেন আলবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বার্সাতেই ক্যারিয়ারের ইতি টানবেন আলবা জর্ডি আলবা/ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার হয়ে তিন মৌসুম পার করেছেন। ইতোমধ্যেই ক্লাবের অপরিহার্য খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন।

নিজে যেমন দুর্দান্ত খেলছেন ঠিক তেমনি বার্সা দলটাও যে দুর্দান্ত তা আর বলার ‍অপক্ষা রাখে না। তাইতো কাতালানদের হয়েই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছেন জর্ডি আলবা।

২০১২ সালের জুনে ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে ভ্যালেন্সিয়া ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান আলবা। প্রথম মৌসুমেই বার্সার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতেন। আর ২০১৪-১৫ মৌসুমটি তো আলবার জন্য রীতিমত স্বপ্নময়। কাতালানদের হয়ে জেতেন আরাধ্য ট্রেবল শিরোপা।

স্থানীয় স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলবা বলেন, ‘আমি বার্সেলোনার হয়ে আরো অনেক অনেক বছর ধরে খেলতে চাই। এই ক্লাবের হয়ে গত তিন বছরে অনেক কিছুই শিখেছি। বেশ কয়েকটি শিরোপাও জিতেছি। ন্যু ক্যাম্পে আমি বেশ সুখে আছি। ’

স্প্যানিশ ডিফেন্ডার আরও বলেন, ‘এ মুহূর্তে ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই আমার নেই। কিন্তু, ভবিষ্যৎ সম্পর্কে কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। তবে আমি বার্সা থেকেই বুট জোড়া তুলে রাখতে চাই এবং এখানেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।