ঢাকা: বার্সেলোনার হয়ে তিন মৌসুম পার করেছেন। ইতোমধ্যেই ক্লাবের অপরিহার্য খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন।
২০১২ সালের জুনে ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে ভ্যালেন্সিয়া ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান আলবা। প্রথম মৌসুমেই বার্সার হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতেন। আর ২০১৪-১৫ মৌসুমটি তো আলবার জন্য রীতিমত স্বপ্নময়। কাতালানদের হয়ে জেতেন আরাধ্য ট্রেবল শিরোপা।
স্থানীয় স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলবা বলেন, ‘আমি বার্সেলোনার হয়ে আরো অনেক অনেক বছর ধরে খেলতে চাই। এই ক্লাবের হয়ে গত তিন বছরে অনেক কিছুই শিখেছি। বেশ কয়েকটি শিরোপাও জিতেছি। ন্যু ক্যাম্পে আমি বেশ সুখে আছি। ’
স্প্যানিশ ডিফেন্ডার আরও বলেন, ‘এ মুহূর্তে ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই আমার নেই। কিন্তু, ভবিষ্যৎ সম্পর্কে কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। তবে আমি বার্সা থেকেই বুট জোড়া তুলে রাখতে চাই এবং এখানেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএম