ঢাকা: কোপা আমেরিকায় শক্তিশালী দল হলেও গ্রুপপর্বে কোন রকম পারফর্ম করে কোয়ার্টার নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেমিফাইনালে যেতে হলে সেলেকাওদের কঠিন পরীক্ষাই দিতে হবে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে দু’দল।
এদিকে ব্রাজিলের জন্য এ ম্যাচটি প্রতিশোধের ম্যাচই বলা চলে। কারণ গত আসরে এই কোয়ার্টার ফাইনালেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পেনাল্টিতে ২-০ ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করেছিল প্যারাগুয়ে।
ব্রাজিল গ্রুপপর্বে পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে একই (২-১) ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছিল। তবে মাঝে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে মনোবল হারিয়ে ফেলে দুঙ্গার শিষ্যরা। আর সেই ম্যাচেই ঘটে ব্রাজিলের সবচেয়ে বড় বিপত্তি।
ম্যাচ শেষে কলম্বিয়ান ফুটবলার জেইসন মুরিলোকো বল দিয়ে আঘাত করায় রেফরি কর্তৃক লাল কার্ড দেখেন দলের মূল তারকা নেইমার। পরে বার্সেলোনা তারকাকে জাতীয় দলের হয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই সঙ্গে কোপার আসর থেকে ছিটকে পড়েন এ সেনসেশন।
ব্রাজিল অধিনায়কের এ অনুপস্থিতিতে মূল একাদশে থাকতে পারেন ভেনেজুয়েলার বিপক্ষে ভালো খেলা অভিজ্ঞ রবিনহো। সেই সঙ্গে উইলিয়ান ও লিভারপুলে যোগ দেওয়া তরুণ স্ট্রাইকার রবার্তো ফির্মিনো খেলতে পারেন ম্যাচের শুরু থেকে।
শেষ চারে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে ব্রাজিলই ফেভারিট। তবে ২০১৪ বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করা প্যারাগুয়েও ছেড়ে কথা বলবে না। কোচ রামোন ডিয়াজের অধীনে দলটি গ্রুপপর্বে অসাধারণ পারর্ফম করেছে। জ্যামাইকার বিপক্ষে জয়ের পাশাপাশি শক্তিশালী আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে দু’বারের কোপা চ্যাম্পিয়নরা।
২০১১ কোপা আসরে উরুগুয়ের কাছে ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় প্যারাগুয়েকে। তবে কোয়ার্টারের লড়াইয়ে নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে বেশ উদীপ্ত দলটি। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে ইনজুরি সমস্যয় থাকা ডিফেন্ডার ব্রুনো ভালদেজ মাঠের বাইরে থাকতে পারেন।
এ ম্যাচে যে দলই জিতবে, সেমিফাইনালে তাদের লড়তে হবে ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।
ব্রাজিল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। অন্যদিকে প্যারাগুয়ে একটি জয়ের বিপরীতে হেরেছে সমান ম্যাচে। ড্র করেছে বাকি তিনটি ম্যাচ। দু’দলের মোট ১৪বারের সাক্ষাতে অবশ্য সেলেকাওরা অনেক এগিয়ে। ব্রাজিল নয় বার জিতেছে প্যারাগুয়ের বিপক্ষে। এর বিপরীতে হেরেছে মাত্র দু’টিতে। বাকি তিন ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমএমএস