ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শংকায় পেশাদার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
শংকায় পেশাদার লিগ

ঢাকা: দু'দফা তারিখ পিছিয়ে রোববার থেকে শুরু হচ্ছে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। তবে প্রশ্ন এ ধরনের খারাপ আবহওয়ার মধ্যেও শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে কি? 'হাঁ খেলা অনুষ্ঠিত হবে।

এখনও পর্যন্ত মাঠের যে অবস্থা তাতে লিগের খেলা পিছিয়ে দেবার কোন কারণ নেই। তবে আগামীকাল (রোববার) অবস্থা আরো অবনতি হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। ' বলে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল জানালেন, 'মাঠের অবস্থা খুব ভালো নয়। আমরা মাঠ পর্যবেক্ষণ করছি। এখনই কিছু বলা যাচ্ছে না'

তবে আবহাওয়ার উপরই নির্ভর করছে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা। এখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে পানি জমে আছে। সেই সাথে ঘাস ও কাদার পরিমাণ বেড়ে গেছে অনেক অনেক। যদি রোববার সকাল থেকে একটি রোদ ঝলমলে দিনের দেখা পাওয়া যায় তাহলে বিকেলে খেলা অনুষ্ঠিত হবার পথ সুগম হবে। আর যদি এ ধরণের খারাপ আবাহাওয়া মধ্যেই দিনটি শুরু হয় তাহলে শংকা থেকেই যাচ্ছে।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সোয়া ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।  
        
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।