ঢাকা: পিতার গাড়ি দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হওয়ায় দু:খ প্রকাশ করেছেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। গত সপ্তাহে কাভানির পিতা লুইজ কাভানির গাড়ি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ১৯ বছরের এক তরুণের মৃত্যু হয়।
প্যারিস সেন্ট জার্মেইর তারকা কাভানি বুধবার (২৫ জুন) চিলির বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে রেফারি কতৃক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা ১-০ ব্যবধানে হরে আসর থেকে বিদায় নেয়। পরে কাভানি তার পরিবারের কাছে চলে আসেন।
এক সাক্ষাতকারে কাভানি বলেন, ‘আমরা সবাই জানি ব্যাপারটি কি হয়েছিল। তবে যা ঘটেছে তার জন্য আমি দু:খ প্রকাশ করছি। আর আমি মানবতার খাতিরে সেই পরিবারটির সঙ্গে দেখা করতে চাই। ’
তিনি অরো বলেন, ‘এটা সেই পরিবারের জন্য অনেক বড় একটি ক্ষতি। তবে হ্যা, আমরা সবাই জানি এটি ছিল দুর্ঘটনা। আমরা এ ব্যাপারটি সমাধানের চেষ্টা করবো। জানি এটি খুবই কঠিন হবে। তবে আমরা ঘটনাটির জন্য চরম দু:খ প্রকাশ করছি। ’
দুর্ঘটনার পর লুইজকে গ্রেফতার করা হয়েছিল। আর স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তার বিচারিক কার্যক্রম চলছে এবং তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমএমএস