ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিরোজপুরে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
পিরোজপুরে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে শুরু হয়েছে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ।

পিরোজপুর জেলা স্টেডিয়ামে শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।



এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ মান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নান্না পোদ্দার প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, দীর্ঘ ১৮ বছর পর পিরোজপুরে এই প্রথম ফুটবল লীগের আয়োজন করা সম্ভব হলো। এবারের এই লীগ পদ্ধতির খেলায় জেলার ৮টি ক্লাব অংশগ্রহণ করছে।

ক্লাব দলগুলো হলো- খেলোয়াড় কল্যাণ সমিতি, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব, পিরোজপুর শেখ রাসেল ক্রীড়াচক্র, সোনালী অতীত ক্লাব, ব্লু-বার্ড ক্লাব, তরুণ স্পোর্টিং ক্লাব, সূর্য তরুণ ক্লাব ও বন্ধু মহল ক্লাব।

শেখ কামাল নিটল টাটা লীগের স্পন্সর করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান নিটল টাটা গ্রুপ।

শনিবার (২৭জুন) উদ্বোধনী দিনের খেলায় পিরোজপুর শেখ রাসেল ক্রীড়াচক্র ও খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ গ্রহণ করে। খেলাটি গোল শূন্য ভাবে ড্র হয়। উভয় দল ১-১ পয়েন্ট অর্জন করে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।