ঢাকা: কোপা আমেরিকার শেষ চারে ওঠার লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে থেকে শেষার্ধের ৭২ মিনিটে পেনাল্টিতে গোল করে সমতা ফেরালো প্যারাগুয়ে।
৬৯ মিনিটে ঠিক ডি-বক্সের কিনারে উপরে ওঠা একটি বল সিলভার হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
এর আগে আলভেজের দারুণ এক ক্রস থেকে গোল করে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেলেকাওদের এক ধাপ এগিয়ে দেন রবিনহো। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলো এগিয়ে থাকে দুঙ্গার শিষ্যরা।
কোপা আমেরিকার গতবারের রানার্সআপ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাক্তক খেলতে থাকে নেইমারবিহীন দুঙ্গার দল।
ম্যাচের ১৫ মিনিটে আলভেজের একটি লো ক্রস থেকে রবার্তো ফিরমিনোর বাড়িয়ে দেওয়া বলে পা ছুঁইয়ে প্যারাগুয়ের জালে জড়ান রবিনহো। ২০১০ সালের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন তিনি।
সবশেষ কোপা আসরে এই প্যারাগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই টুর্নামেন্ট থেকে ছিঁটকে গিয়েছিলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। অন্যদিকে প্যারাগুয়ে একটি জয়ের বিপরীতে হেরেছে সমান ম্যাচে।
ড্র করেছে বাকি তিনটি ম্যাচ। দু’দলের মোট ১৪বারের সাক্ষাতে অবশ্য সেলেকাওরা অনেক এগিয়ে। ব্রাজিল নয় বার জিতেছে প্যারাগুয়ের বিপক্ষে। এর বিপরীতে হেরেছে মাত্র দু’টিতে। বাকি তিন ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএ
** রবিনহোর গোলে এগিয়ে ব্রাজিল